Modak Matrimony

menu

সারা ভারত ময়রা মোদক সমাজ কল্যাণ সমিতি

মোদক সমাজের একটি জনকল্যাণ মূলক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গণেশ পূজার আয়োজনে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর স্বজাতির মিলনোৎসব হয় ও সম্বর্ধিত করা হয়।

জনকল্যাণমূলক কাজ

সারা ভারত ময়রা মোদক সমাজ কল্যাণ সমিতির তরফে:

  • মোদক পরিবারের বিবাহ যোগ্য পাত্র-পাত্রীদের দেওয়া তথ্য বিনামূল্যে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপনের মাধ্যমে সন্ধান দিয়ে বৈবাহিক সম্বন্ধ স্থাপনের ব্যবস্থা করে। বিবাহের সাফল্যের সংবাদ গ্রুপে পোস্ট করা হয়।
  • দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সহযোগিতা করে।
  • মোদক সমাজের মিষ্টি কারিগরদের কর্মে উৎসাহ দানের জন্য আর্থিক সহযোগিতা করে।
  • আর্থিক ভাবে দুঃস্থ মোদক পরিবারের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করে।

মোদক ম্যাট্রিমনি সাইট

সমাজের যা কিছু কল্যাণ মূলক কাজ সারা ভারত ময়রা মোদক সমাজ কল্যাণ সমিতি করে থাকে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আর একটি স্বপ্নের প্রজেক্ট অবশেষে সম্পূর্ণ হল! গত ৭ই সেপ্টেম্বর ২০২৪ উদ্বোধন করা হয়েছে মোদক সমাজের জন্য পাত্র-পাত্রী সন্ধানকে আরো সহজ করে তুলতে মোদক ম্যাট্রিমনি সাইট!

যেখানে মোদক সমাজের যেকোনো বিবাহ যোগ্য / যোগ্যা পাত্র-পাত্রী নিজেদের রেজিস্টার করতে পারবেন এবং সহজেই খুঁজে নিতে পারবেন তার পছন্দের জীবন সঙ্গীকে। এবং মোদক সমাজের স্বার্থে এই পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে!

আজই মোদক পাত্র-পাত্রী হিসেবে নিজের নাম নথিভুক্ত করুন আমাদের ওয়েবসাইটে:

https://modak-matrimony.com

উদ্যোগ

  • মলয় লাহা (সম্পাদক) - Mob: 94761 00604, Email: [email protected]
  • শিবনাথ দাস (সভাপতি) - Mob: 9143081053
  • শ্রীকুমার দত্ত (কোষাধ্যক্ষ) - Mob: 8918866101
  • সমীর নাগ (এডমিন) - Mob: 9474811323

ওয়েবসাইট ডেভেলপার